শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ২৪ এপ্রিল ২০২৫ ২১ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও নিয়ে তড়িঘড়ি ডাকা সর্বদল বৈঠকে মোদি সরকারের বড় স্বস্তি। শত্রুপক্ষের বিরুদ্ধে সরকারের যেকোনও পদক্ষেপেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগিুলির পূর্ণসমর্থন রয়েছে বলে ঘোষণা করা হল। সর্বদল বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী খোদ এই সমর্থনের কথা জানিয়েছেন। এ দিনের বৈঠকে অবশ্য উপত্যকায় গোয়েন্দা ব্যর্থতার কথছা স্বীকার করে নিয়েছে কেন্দ্র।
বৃহস্পতিবার সন্ধায় হওয়া সর্বদল বৈঠকে শাসক-বিরোধী সবপক্ষই পহেলগাঁওতে গণহত্যার নিন্দা করেছেন। বৈঠকে যোগ দেওয়ার পর, বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং গোয়েন্দা কর্তারা সর্বদলের নেতৃত্বতে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, "সকল রাজনৈতিক দল একযোগে পাহলগাঁও হামলার নিন্দা করেছে এবং বিরোধী দল সরকারকে যেকোনও পদক্ষেপ করার জন্য পূর্ণ সমর্থন করবে।"
কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনা হোক।"
উল্লেখ্য, রাহুল গান্ধী শুক্রবারই কাশ্মীরের অনন্তনাগে যাচ্ছেন। জেলা হাসপাতালে গিয়ে জঙ্গি হামলায় আহতদের সঙ্গে দেখা করবেন।
তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি বলেছেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রের সঙ্গে আছি। দেশের ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত। সকল রাজনৈতিক দলের প্রধানরা প্রধানমন্ত্রীকে এই একটিই বার্তা দিয়েছেন।"
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং সরকারের ঊর্ধ্বতন কর্তারা সকল সাংসদকে কোথায় ত্রুটি ছিল এবং কোন পরিস্থিতিতে এই সন্ত্রাসবাদী হামলা হয়েছে সে সম্পর্কে অবহিত করেছেন।"
গত মঙ্গলবার বিকেলে লস্কর-ই-তৈয়বা অনুমোদিত জঙ্গিরা বৈসরনে একদল পর্যটককে নিশানা করে গুলি চালালে ২৬ জন নিহত হন। অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন। বাকিরা ভারতের ১৪টি রাজ্যের বাসিন্দা।
পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারত সরকার এই হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যেই কৌশলগত কড়া পদক্ষেপ করেছে নযাদিল্লি। সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, আটারি সীমান্ত বন্ধ করা এবং বর্তমানে ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা-সহ বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সামরিক পদক্ষেপের সম্ভাবনা। উল্লেখ্য, ২০১৯ সালে উরি এবং পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকি ভূখণ্ডে জঙ্গি শিবিরগুলিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত।
তীব্র উত্তেজনার মধ্যে, বৃহস্পতিবার ভারত সরকার এ দেশে থাকা পাকিস্তানি নাগরিকদের মেডিকেল ভিসা-সহ সমস্ত ভিসা বাতিল করে। দিল্লির এই পদক্ষেপের প্রতিবাদে মুখর ইসলামাবাদ। পড়শি দেশও প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে, ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, কূটনীতিকদের সেদেশ থেকে ফেরৎ, আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
নানান খবর

নানান খবর

'ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বিবরণ', নয়া ওয়াকফ আইনের পক্ষে সওয়াল কেন্দ্রের, হলফনামায় কী জানাল মোদি সরকার?

পহেলগাঁওয়ে কোনও সেনা ছিল না কেন, সর্বদল বৈঠকে প্রশ্ন বিরোধীদের, কী উত্তর দিল কেন্দ্র

ফের ইসলামাবাদকে দিল্লির বার্তা, বন্ধ হল অকট্রয় সীমান্ত ফাঁড়ি দিয়ে যাতায়াত

কেউ কাঁদছেন-কেউ উৎকণ্ঠায়! এও আরেক শাস্তি, সীমান্ত পেরেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা

ট্রেন যাত্রীদের জন্য সুখবর, কমতে পারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে আটক করল পাকসেনা, হুগলিতে চরম উৎকণ্ঠা

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ